গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা -রংপুর মহাসড়কের গাড়ী চেকিং কালে ৩ কেজি গাঁজাসহ এক মাদককারবারি গ্রেফতার হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো.কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে কাজ করছে পলাশবাড়ী থানা পুলিশ। পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে থানার এসআই মোঃ আব্দুল মোত্তালেব প্রধান এর নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র রায়, এএসআই মোঃ নুর আলম সিদ্দিকসহ পুলিশ সদস্য মেহেদী হাসান, মুরাদ হাসান, মাহবুবুর রহমান, মোখলেছুর রহমান পলাশবাড়ী থানা এলাকার ঢাকা – রংপুর মহাসড়কের উপর গাড়ি চেকিং করা কালে আজ ২৯ মার্চ বুধবার বেলা দেড় ঘটিকার সময় একটি ইজিবাইক থামিয়ে চেকিং করাকালে গ্রেফতারকৃত মাদককারবারি আতিকুর রহমান (২৫) এর হেফাজত হইতে লাল পলিথিনে মোড়ানো ও সাদা কসটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় ব্যাগের মধ্যে হইতে তিন কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত মাদককারবারি আতিকুর রহমান (২৫) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা এলাকার পশ্চিম ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানা সুযোগ্য জেলা পুলিশ সুপার মহোদ্বয়ের দিক নির্দেশনায় পলাশবাড়ী থানা কে মাদক মুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে।