আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সার্ভিস প্রোগ্রাম এর আওতায় মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরন কর্মসূচির অংশ হিসেবে ২য় দিন পৌর শহরেের দক্ষিন বাসষ্ট্যান্ডে আজ ২৭ মার্চ সোমবার ভ্রাম্যমান ও ভাসমান রোজাদার দের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর প্রেসিডেন্ট এপেঃ জিল্লুর রহমান সরকার, আইপিপি এপেঃ কাজী আসাদুজ্জামান উল্লাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ আরিফুর রহমান প্রধান বাবলু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ এটিএম আল আমিন তুহিন, সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ রফিকুল ইসলাম অপু, সার্ভিস ডাইরেক্টর এপেঃ মোস্তাফিজুর রহমান মুকু, এপেঃ তাহেদুল ইসলাম সহ নেতৃবৃন্দ।।