গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ২৭ মার্চ সোমবার সকালে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নবম ও দশম শ্রেনীতে ১ম,২য়,৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান-অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ-অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান।
অন্যানের মধ্যে উপজেলা পরিসংখ্যান অফিসার পরিতোষ শর্মা,দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ র ম শরিফুল ইসলাম জর্জ সহ কর্মকর্তা বৃন্দ ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন ।