গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে।
২৬শে মার্চের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা ও মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদগণের আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর জন্য মঙ্গল কামানা করে বিশেষ মোনাজাত।
সকাল ৮ঘটিকায় সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগম এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ প্রদীব কুমার রায় এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লব পায়রা উড়িয়ে সারাদিনের কর্মসূচীর উদ্বোধন শেষে সভপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশ,আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসি দলের সমন্বয়ে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন।