মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প -২ এর আওতায় সারাদেশে একযোগে ‘ক’ শ্রেণির ৩৯,৩৬৫ জন ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে উপহার হিসাবে পাকাঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। ২২ মার্চ তারই অংশ হিসাবে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ২৩১ জন ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীর মাঝে ঘর ও যাবতীয় কাগজপত্র (দলিল, মিউটেশন ইত্যাদি) হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। এর আগে ৫১৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার কে এই ঘর প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ সাদুল্লাপুর পলাশবাড়ী আসনের সংসদ সদস্য এ্যাড. উন্মে কুলসুম স্মৃতি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মোঃ ফজলুল কবীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়,
সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল সরকার ও সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক প্রমুখ।গাইবান্ধা জেলায় ৬টি উপজেলায় ১০১৭ জন উপকারভোগীর মাঝে ঘর ও যাবতীয় কাগজপত্র (দলিল, মিউটেশন ইত্যাদি) হস্তান্তর কার্যক্রম একযোগে অনুষ্ঠিত হয়।