: আগামী প্রজন্মদের শিক্ষা গ্রহন ও শিক্ষায় ডিজিটালাইজ করতে শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া ক্লাসের আওতায় আনতে গাইবান্ধা সদর উপজেলার ১শ ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের নিকট উপজেলা শিক্ষা অফিসের ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী ( পিইডিপি-৪) এর আওতায় গাইবান্ধা সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ল্যাপটপ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম আরশাদ, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু।
সভাপতিত্ব করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম। সঞ্চালনা করেন- গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান।
বক্তারা বলেন-মানুষ গড়ার কারিগরি প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষার মুল ভিত্তি। সরকার স্মার্ট হচ্ছে। আপনাদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য নিজেকে স্মার্ট হতে হবে। তবেই শিক্ষার্থীরা স্মার্ট হবে। আর ল্যাপটপ চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বিডি গাইবান্ধা/