গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২নং নলডাঙ্গা ইউনিয়নে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে উদ্যম উন্নয়ন সংস্থার অফিস প্রাঙ্গণে, গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।(অনাবাসিক) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
জনাব, মো: মাহফুজার রহমান,উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা। জনাব, মো: আব্দুল ওয়াহাব,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সাদুল্লাপুর।
জনাব, খন্দকার আখতারুল ইসলাম, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,সাদুল্লাপুর। এ. কে.এম শফিকুদ্দৌলা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গাইবান্ধা। গাভী পালন প্রশিক্ষণে, ৩০ জন যুব পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হবে, এবং সফল ভাবে প্রশিক্ষণ গ্রহণ শেষে সনদপত্র ও ভাতা প্রদান করা হবে। উদ্যম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সভাপতি,ছামসুল আরেফিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী যুব উন্নয়ন অধিদপ্তরের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং ভবিষ্যতে অন্যান্য ট্রেডের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।