বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধায় স্পন্দন শিল্পী গোষ্ঠি বিভিন্ন কর্মসুচি পালন করেছে।
দুইদিনব্যাপী কর্মসুচির মধ্যে ছিল ছড়া, কবিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্পন্দন শিল্পী গোষ্ঠি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে রবিবার ও সোমবার শহরের পৌরপার্কের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, গাইবান্ধা পৌর সভার প্যানেল মেয়র শহীদ আহমেদ ও এ,জেড এম মহিউদ্দিন রিজু।
সভাপতিত্ব করেন স্পন্দন শিল্পী গোষ্ঠির সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল।
স্পন্দন শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক উত্তম সরকার এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিতি চৌধুরী ও অনামিকা সাহা। অনুষ্ঠান শেষে প্রায় অর্ধশত শিশুকে পুরস্কার হিসেবে গল্পের বই ও সার্টিফিকেট প্রদান করেন সংগঠন এর সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল।
বিডি গাইবান্ধা/