শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মার্চ শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।
পরে বিকালে পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকারের সার্বিক পরিচালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা,রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, ক্রীড়া সংগঠক সুরুজ হক লিটন,অত্র বিদ্যালয়ের শিক্ষক শফিক, অভিভাবক সুজন সরকার পলাশ,শিক্ষার্থীগণ সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক আ ন ম মিজানুর রহমান মিজান।′