আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের ২০২৩ বর্ষের ‘Work Together’থিম বাস্তবায়নে জেলা ৭ এর অন্তর্ভুক্ত এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর ১০ তম (ক্ষমতা হস্তান্তর) পালাবদল ও শপথ গ্রহণ অনুষ্ঠান ১৬ মার্চ বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এপেক্সিয়ান আব্দুল লতিফ প্রধান উপস্থিত হওয়ার কথা থাকলেও ব্যস্ততার কারনে উপস্থিত হতে না পারায় মোবাইল ফোনে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় কমিটির প্রেসিডেন্ট, উত্তরবঙ্গের কৃতি সন্তান এপেঃ অধ্যক্ষ মাহমুদুল হক সাবু ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন।
সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জেলা ৭ এর গর্ভনর এপেঃ এএইচএম মনোয়ার হোসেন লাভলু, সদ্য অতীত গর্ভনর এপেঃ শাহারুল ইসলাম টিটু, অতীত গর্ভনর যথাক্রমে এপেঃ অধ্যক্ষ জহুরুল ইসলাম, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এপেঃ খন্দকার জাহাঙ্গীর আলম, এপেঃ সাইয়েদুল ইসলাম।
এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর প্রেসিডেন্ট এপেঃ জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে ও আইপিপি এপেঃ কাজী আসাদুজ্জামান উল্লাসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৭ এর সেক্রেটারি এপেঃ মাহফুজুর রহমান স্বপন, এপেক্স ক্লাব অব বগুড়ার অতীত প্রেসিডেন্ট এপেঃ এড, মোজাম্মেল হক, এপেঃ এড গোলাম মোহাম্মদ জিয়ন, এপেঃ আব্দুল ওয়াদুদ, এপেঃ শফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ রেজাউল করিম, এপেক্স ক্লাব অব গাইবান্ধার প্রেসিডেন্ট এপেঃ গাউসুল আজম জুয়েল, পিপি এপেঃ সামিউল ইসলাম পিপলু,,সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ খায়রুল ইসলাম,এপেক্স ক্লাব গোবিন্দগঞ্জ এর পিপি এপেঃ মনোয়ার হোসেন রাজু, পিপি এপেঃ রফিকুল ইসলাম রফিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ আরিফুর রহমান বাবলু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ এটিএম আল আমিন তুহিন, সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ রফিকুল ইসলাম অপু, ট্রেজারার এপেঃ আব্দুল ওয়াহাব মুন্নু, সার্ভিস ডাইরেক্টর এপেঃ মোস্তাফিজুর রহমান মুকু, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ ফারুক হোসেন ছন্দ, সার্জেন্ট এন্ড আর্মস এপেঃ খায়রুল ইসলাম, এপেঃ তাহেদুল ইসলাম, এপেঃ নাজিম উদ্দীন, এপেঃ এরফল খন্দকার, এপেঃ মোকছেদুর রহমান, এপেঃ আবু সুফিয়ান, এপেঃ মোস্তাফিজুর রহমান আঙ্গুর,এপেঃ আজমল হোসেন,এপেঃ শাহ আলম, এপে মমিনুর রহমান লিটন, এপেঃ মিথুন সরকার সহ নেতৃবৃন্দ।