গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২নং নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ১৫ই মার্চ রাত ১০টায় ২নং নলডাঙ্গা ইউনিয়ন শহীদ মিনার চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জনাব মোঃ আব্দুল জলিল সরকার, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, সাদুল্লাপুর উপজেলা শাখা। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,জনাব মোঃ শহিদুল্ল্যাহেল কবির ফারুক, সাধারণ সম্পাদক বাংলাদেশের আওয়ামী লীগ, সাদুল্লাপুর উপজেলা শাখা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মোজাহারুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব, মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি রায়হানুল হক রবার্ট, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব আলম শানতু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর বাশার,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ চান মিয়া, নলডাঙ্গা জেসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিয়া হাফিজ,
ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইসলাম রাসেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,দশলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবলা মজুমদার,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর পাটোয়ারী, সাধারণ সম্পাদক সুজন সরকার,প্রমুখ। কর্মী সমাবেশে সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন চোকদার।