গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্বাধীন মিয়া (১৫) নামের এক শিশুর ঝুলন্ত মরদহে উদ্ধার করেছে পুলিশ ।মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ে প্রদীপ কুমার রায়।স্বাধীন মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামের মশিউর রহমানের ছেলে গোফফার মিয়ার নাতি । স্বজনরা জানায়, সোমবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে হঠাৎ করে স্বাধীন মিয়া নিখোঁজ হয় ।এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির বাথরুমে গলায় ওড়না পেঁচানো মরদেহ দেখা যায় । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। এদিকে স্থানীয়রা জানান, স্বাধীনের বয়স ৩ মাস তখন তার মা সাগরিকা বেগম অন্যত্র বিয়ে করে এরপর বাবা মশিউর রহমানও রিমা খাতুন নামের এক নারীকে বিয়ে করে। সেই থেকে দাদা গোফফার মিয়ার বাড়ি বড় হয় স্বাধীন মিয়া । সেখানে তার চাচাতো ভাইয়েরা স্বাধীনকে নানাভাব নির্যাতন করতেন । তাই স্বাধীনের মৃত্যুর ব্যাপারটি রহস্যজনক বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে ।এ ব্যাপারে গফফার মিয়া বলেন, স্বাধীন আমার নাতি । ওর বাবা-মা অন্যত্র বিয়ে করে সংসার করছে । এরপর থেকে সে আমার কাছে বড় হয় ।এরই মধ্যে সোমবার রাতে বাড়ির সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।এ বিষয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি প্রদীপ কুমার রায় বলেন, খবর পেয়ে সোমবার রাতে স্বাধীন মিয়া নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে । এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।