গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা’র ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তথ্য কেন্দ্র গাইবান্ধা সদর এর আয়োজনে সোমবার সকালে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।
গিণি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে ক্ষমতায়ন করতে বলেছে। ক্ষমতায়ন করতে হলে ট্রেনিং দিয়ে দক্ষতা বাড়াতে হবে। তবেই আমরা এগিয়ে চলব। আমরা এখন উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছি। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে চলেছি। এক্ষেত্রে মায়েদেরকে স্মার্ট হতে হবে। স্মার্ট হতে হলে ডিজিটাল পদ্ধতি শিখতে হবে। স্মার্ট ফোন চালানো শিখতে হবে। তবেই সন্তানরা স্মার্ট হবে। সন্তানদের ভালভাবে পড়াশোনা করাতে হবে ও ভাল শিক্ষা দিতে হবে।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম এর সভাপতিত্বে ও তথ্য আপার তথ্যসেবা কর্মকর্তা মোছা: সুলতানা খাতুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-জাতীয় মহিলা সংস্থা গাইবান্ধার চেয়ারম্যান মাহমুদা পারুল, পরিবার পরিকল্পনা গাইবান্ধা অফিসার মোছা: মাহমুদা খাতুন, গাইবান্ধা সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তাহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিরউদ্দিন শাহ, ৮নং বোয়ালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু সহ অনেকে।
বৈঠক শেষে আশ্রয়ন প্রকল্পের ২শ ৫০ জনকে ১শ টাকা ও নাস্তা বিতরণ করা হয়।
বিডি গাইবান্ধা/