গাইবান্ধার গোবিন্দগঞ্জে ড্রাম ট্রাক মালিকদের সংগঠন হিসাবে ড্রাম ট্রাক মালিক গ্রুপের পূর্ণাঙ্গ ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুর রশিদ ও মো. মিনহাজুল তালুকদার রোমানকে সম্পাদক নির্বাচন করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় ড্রাম ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন হয়। কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন- মো. আব্দুস সালাম সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাক আহম্মেদ সহ-সভাপতি; মো. এরশাদ সহ-সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য গোলাপ মিয়া সাংগঠনিক সম্পাদক, মো. শামীম মোল্লা ক্যাশিয়ার, মো. ফিরোজ প্রচার সম্পাদক এবং সম্মানিত সদস্যরা হলেন পাভেল, মোজাফ্ফর, ওয়াসিম, আব্দুল মজিদ ও রায়হান।
মনোনীত কমিটি আগামী ৩ বছরের জন্য গ্রুপের সকল কার্যক্রম পরিচালনা করবেন।