গাইবান্ধার ভবানীপুরে এমব্রয়ডারি পল্লী পরিদর্শনে
এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।
গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ (১ম সংশোধত) শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্পের মতবিনিময় সভায় মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, এদেশের একজন নারীও যেন অসহায় না থাকে। তিনি নারীর ক্ষমতায়ন চান। পরনির্ভরশীল না থেকে নারীরা স্বাবলম্বী হবে। সে লক্ষ্য নিয়ে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি।’এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দিয়ে তাঁদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে।’
গতকাল ১১ মার্চ (শনিবার) বিকেলে প্রক্ল্প কর্তৃপক্ষের আয়োজনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ (১ম সংশোধত) শীর্ষক প্রকল্পের আওতায় ‘এক পল্লী এক পণ্য’ মডেলে সৃজিত পণ্য ভিত্তিক পল্লী পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রক্ল্প পরিচালক আবদুস সবুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি। বিশেষ অতিথি ছিলেন জনাব খলিল আহমেদ (অতিরিক্ত সচিব), ডিজি, আরডিএ,বগুড়া।এসময় আরও উপস্থিত ছিলেন সাত উপজেলার ইউআরডিও, এআরডিও, জেও ও প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মচারী। প্রধান অতিথি এর আগে এমব্রয়ডারী, কারুচুপির কাজ এবং বিভিন্ন উপজেলার স্টলগুলো পরিদর্শন করে প্রকল্পে ভূয়সী প্রশংসা করেন এবং কিছু পন্য ক্রয় করেন। পরিশেষে প্রকল্প বাড়ানো এবং দেশ ও দেশের বাহিরে পন্য মার্কেটিং করার পরিকল্পনার আশ্বাস দেন।