গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১১ মার্চ আনন্দ টিভি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল – আলোচনা সভা, কেক কর্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রা। ওই দিন বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩২,গাইবান্ধা- ৪(গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এলজিইডি’র সাবেক প্রধান প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই আনন্দ টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ্ শিকদারের বিদেহি আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আনন্দ টিভি’র দর্শক ফোরামের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু’র সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ মহিলা(ডিগ্রি) কলেজের
সহকারী অধ্যাপক ফিরোজ খানুন নুনু’র প্রাণবন্ত উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতামাশুল ইসলাম প্রধান শিল্পী ও অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক বিজয় বাংলাদেশ দৈনিক বগুড়া ও দৈনিক ঘাঘট পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহিদুর রহমান প্রধান টুকু, রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি মাহমুদ খান, সাধারণ সম্পাদক আনন্দ টিভি’র প্রতিনিধি উজ্জ্বল হক প্রধান, সাপ্তাহিক কাটাখালি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ ও মোহনা টিভি’র প্রতিনিধি এস এম কবির রাসেল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই’র গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, রিপোর্টার্স ফোরামের সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান সরকার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিজয় টিভি’র প্রতিনিধি ডিপটি প্রধান, প্রেস ইউনিয়নের সভাপতি সাপ্তাহিক খোলা হাওয়া পত্রিকার সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সেখ মামুন হাসান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি বিষ্ণু নন্দী, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল, সহ- সম্পাদক আব্দুল হান্নান আকন্দ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাহেদুল ইসলাম, কোষাধ্যক্ষ আতিকুর রহমান বিএসসি, সাংবাদিক বিকম শিখা, নূর আলম আকন্দ, মনিরুজ্জামান মিন্টু, কালা মানিক দেব, রতন ঘোষ, সুমন সরকার, জোবাইদুর রহমান সাগর, আতিয়ার রহমান, রেজাউল করিম, শামছুল ইসলাম, রেজুয়ান রিকন, নাঈম প্রধান, পাপ্পু, রুপম ও নাদিরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শেষে কেক কর্তন করা হয় এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।