গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাদুল্লাপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভা ১১ মার্চ/২৩ ইং উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্য নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিতি সভায় সাদুল্লাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ সফিয়াজ্জামান এর সভাপতিত্বে ও সাদুল্লাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা জিয়া পরিষদের আহবায়ক আরজু, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ছামছুল হাসান ছামছুল, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুস সালাম মিয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষক দলের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ প্রামাণিক মাষ্টার, সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা রহমান, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ বাদশা মন্ডল, সদস্য সচিব মোঃ আমিনুর রহমান মিলন, বিএনপি নেতা ও ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শিপন, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রেজানুর রহমান সুজন, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আপেল, নুর মোহাম্মদ মিলন, মাসুদ শেখ, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য আঃ কুদ্দুস আকন্দ, ফরহাদুল ইসলাম, শহিদুল ইসলাম, নুর আলম মন্ডল,ধাপেরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক রকি মন্ডল টারজান, সদস্য সচিব স্বপন, ধাপেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন, সদস্য সচিব হানিফ ছাড়াও ধাপেরহাট ইউনিয়ন বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাদুল্লাপুর উপজেলার ১১ টি ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি নবাগত সাদুল্লাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব সহ সকল সদস্য কে ফুল দিয়ে বরন করেন এবং পরিচয় করিয়ে দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের মানুষ আজ ভাল নেই। লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা। সিলেটের ইলিয়াস আলী সহ অনেক নেতাকর্মী গুম। তিনি আরও বলেন ইলিয়াস আলীর পরিবার তাকে আজও ফিরে পায়নি।তার পরিবার জানতে চায় সে বেচে আছে না মারা গেছে। যদি মারা গিয়ে থাকে তার মৃত্যু বার্ষিকীটা কবে তা জানতে চায়।