কেন্দ্রীয় কর্মসূচি ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা বিএনপি’র আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধা জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি ১১ মার্চ /২৩ ইং শনিবার বেলা ১২ টায় জেলা কার্য্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুন্নবী টিটুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
এছাড়াও গাইবান্ধা জেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠন এর নেতাকর্মী এবং জেলার সকল উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।