” স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সব সময়” এই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালনে গাইবান্ধায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালনে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক অলিউর রহমান। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়ে বাসাবাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান।
তিনি বলেন- প্রাকৃতিক দূর্যোগের জন্য আমরা জনগন নিজেরাই দায়ি। আমাদের বাসাবাড়ির চারপাশের যে জলাশয়, নদী ও পুকুর রয়েছে সেগুলো আমরা টি আর কাবিখার মাধ্যমে ভরাট করে থাকি। এতে করে অগ্নিকান্ড ঘটলে দূর্যোগের সময় আমরা পানি পাইনা। এই জায়গাগুলো আগে আমাদের সংরক্ষন করতে হবে। সে সাথে বাসাবাড়ি করার সময় রাস্তার জন্য জায়গা রাখিনা। এতে করে রেসকিউ টিম এর গাড়ি প্রবেশ করতে না পারায় বিভিন্ন পাড়া-মহল্লার বাসাবাড়িতে অগ্নিকাণ্ড ঘটলে লোকজন বাচাও বলে চিৎকার করলেও সহজে রেসকিউ টিম প্রবেশ করতে না পারায় মানুষজন অগ্নিকান্ডে আক্রান্ত হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রবিউল হাসান,গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নার্গিস জাহান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহকারী পরিচালক জাকির হোসেন, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে এম রেজাউল হক,গন উন্নয়ন কেন্দ্র গাইবান্ধার প্রতিমা চক্রবর্তী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- গাইবান্ধা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা আনিছুর রহমান।
বিডি গাইবান্ধা/