প্রেসক্লাব সাদুল্লাপুর উপজেলা, গাইবান্ধা নামে প্রেসক্লাব গঠন ও কমিটি গঠন করা হয়েছে। ৬ মার্চ সোমবার বিকেলে এ কমিটি গঠন করা হয়।
নতুন এ কমিটিতে সভাপতি হয়েছেন কেএম নেয়ামুল আহসান পামেল সম্পাদক মো: শাহিন মিয়া।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারিতে নবগঠিত প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে কেএম নেয়ামুল আহসান পামেলকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সোমবার আহ্বায়ক কমিটির পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক সভাপতি ও সম্পাদক নির্বাচনের কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আহ্বায়ক এর উপস্থিতিতে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয় দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি কেএম নেয়ামুল আহসান পামেলকে নবগঠিত প্রেসক্লাবের সভাপতি, মাই টিভির সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি মো: শাহীন মিয়াকে সাধারণ সম্পাদক ও বিডি গাইবান্ধা ডট নিউজ এর প্রকাশক এ জে আশিকুর রহমান শাওনকে কোষাধ্যক্ষ করে তিনজনের নাম ঘোষণা করা হয়।
এবং আগামী ৮ মার্চ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন কমিটি গঠনের খবর পেয়ে নব গঠিত প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।