যানজট এড়াতে ও জনগণের দুর্ভোগ লাঘবে গাইবান্ধায় তিনটি গুরুত্বপূর্ণ সড়ক সেতুর পূর্ণ ভিত্তি প্রস্থর স্থাপন শুভ উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি।
সড়ক ও জনপথ বিভাগ গাইবান্ধার বাস্তবায়নে সোমবার সকালে গাইবান্ধা শহরের সুন্দরগঞ্জ, পীরগাছা কদমতলী জেলা মহাসড়ক এর ১কিলোমিটার রাস্তার ৭৬ দশমিক ১ মিটার দীর্ঘ ঘাঘট ১ সেতু ও একই সড়কের ৭৫ দশমিক ৯৯ মিটার দীর্ঘ ঘাঘট-২ সেতু এবং গাইবান্ধা বালাসীঘাট আঞ্চলিক মহাসড়ক এর ২য় কি, লো: এ ৬৯ দশমিক ৮৯ মিটার দীর্ঘ আলাই সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
গাইবান্ধা সদর উপজেলাধীন এসব নির্মান কাজের শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ।
সভাপতিত্ব করেন- সড়ক ও জনপথ অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার।
তিনি বলেন- গাইবান্ধা শহরের সুন্দরগঞ্জ মহাসড়কে নির্মিত ঘাঘট ১ এবং আরেকটি গুরুত্বপূর্ণ সেতু আলাই সেতুর উপরেও যানজট লেগেই থাকে। এতে করে যানজট এড়াতে ও জনগণের দূর্ভোগ লাঘবে ঘাঘট ১, ঘাঘট ২ এবং আলাই নদীর উপর ৩ টি গুরুত্বপূর্ণ সেতুর পূর্ণ উদ্বোধন করা হয়। এসব সড়কে সেতু গুলো সংকীর্ণ হওয়ায় যানজট জনগণের দূর্ভোগ লাঘবে আমরা প্রকল্প হাতে নেই। তারই ধারাবাহিকতায় এ ৩ টি সেতুর পাশ দিয়ে নতুন করে আরেকটি সেতু নির্মান করা হবে এবং এগুলো ২০২৪ সালের মাঝামাঝি সময়ে নির্মান কাজ সমাপ্ত হবে। এতে করে আশাকরি ট্রাফিক জ্যাম আর থাকবে না। ঘাঘট ১ সেতুর নির্মান ব্যায় ধরা হয়েছে ১২ কোটি ৭৬ লক্ষ টাকা, ঘাঘট-২ সেতুর নির্মান ব্যায় ধরা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা এবং আলাই সেতুর নির্মান ব্যায় ধরা হয়েছে ১২ কোটি ১৫ লক্ষ টাকা। খুব শীঘ্রই ভূমি অধিগ্রহণ কাজ শুরু হবে।
গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তর এর উপ-বিভাগীয় প্রকৌশলী আফজালুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদী, খোলাহাটি ইউনিয়ন চেয়ারম্যান মাসুম হক্কানি সহ অনেকে।
বিডি গাইবান্ধা/