গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া মিয়াজান ব্যাপারী উচ্চ বিদ্যালয় (এমবি)তে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে৷
ঘাগোয়া মিয়াজান ব্যাপারী উচ্চ বিদ্যালয় এর আয়োজনে ২রা মার্চ বৃহস্পতিবার বিকেলে দুদিনব্যাপী অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মৃদুল মোস্তাফিজ ঝন্টু।
অতিথিরা বলেন- লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের বিকাশ সাধন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। লেখাপড়া করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মত আদর্শ মানুষ হতে হবে। লেখাপড়া করে শিক্ষিত মানুষ হয়ে তোমরা কেউ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিবিদ, কেউ শিক্ষক সহ বিভিন্ন যোগ্যতা সম্পন্ন চাকুরী করতে পারবা।
স্বাগত বক্তব্য রাখেন- ঘাগোয়া মিয়াজান ব্যাপারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব আলম কোট।
সভাপতিত্ব করেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রাজা মিয়া।
আলোচনা পূর্বে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেন স্কুলের শিক্ষার্থী রাফিউল ইসলাম, আব্দুল্লাহ বিন ও জিহাদ হাসান। নৃত্য পরিবেশন করেন- নবম শ্রেণীর শিক্ষার্থী তামান্না, লিজা, রিয়া ও লাইজু। সবশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি গাইবান্ধা/