দিনাজপুরে তৃতীয় বারের মত শুরু হলো তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা। ০২ মার্চ থেকে শুরু হয়ে ৪ মার্চ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে।
এই ইজতেমা দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে (বড়মাঠ) পুলিশ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলা, পাশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধাসহ অন্য জেলা-উপজেলা হতে আগত তাবলীগ জামাতের সাথীদের নিয়ে এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন ইজতেমার দায়িত্বে থাকা মুরব্বীগন।
দিনাজপুর তাবলীগ জামাতের আমিরে ফয়সাল ও ইজতেমার জিম্মাদার প্রফেসর মো. আব্দুল হাকিম জানান, ইজতেমায় বাংলাদেশের আমিরে ফয়সাল ঢাকার কাকরাইলের জিম্মাদার (দায়িত্বশীল) মাও. মোশাররফ হোসাইন, মুফতি মাওলানা নুরুল ইসলামসহ আরো কয়েকজন জিম্মাদার ইজতেমায় আসবেন। এ ছাড়াও মালয়েশিয়ার একটি জামাতও এরই মধ্যে দিনাজপুরে অবস্থান করছেন। শনিবার বেলা ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এই ইজতেমা শেষ হবে।
এর আগে ২০১৭ সালে প্রথমবার এবং ২০২২ সালে দ্বিতীয়বার এবং এবার তৃতীয়বারের মত দিনাজপুরে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।