“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এই স্লোগান সামনে রেখে জাতীয় ভোটার দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০২ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর হতে র্যালীটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান, বিআরডিবির উপজেলা কর্মকর্তা সালাউদ্দিন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু সাঈদ, আইনুল ইসলাম, সাব্বির, মিঠু সহ অনেকে।