গাইবান্ধা থেকে প্রকাশিত ” সাপ্তাহিক গাইবান্ধার কথা” পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে ১১ বছর পেরিয়ে ১২তম বছরে পদার্পন করায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
১লা মার্চ গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন – গাইবান্ধা জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রউফ তালুকদার, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: খলিলুর রহমান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি রেজাউন্নবী রাজু।
সাপ্তাহিক গাইবান্ধার কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: রেজাউল হক মিতা’র সভাপতিত্বে ও সহ-সম্পাদক মাহাবুব হোসেন লিটন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন, সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, কবি সোহেল রানা, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি এ্যাড: এ,কে,এম সালাউদ্দিন কাশেম, সাপ্তাহিক গাইবান্ধার কথা পত্রিকার বার্তা সম্পাদক রবিউল ইসলাম রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন-গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও নিউজ টুয়েন্টিফোর পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি মিলন খন্দকার, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, সময় টিভির প্রতিনিধি বিপ্লব ইসলাম, দৈনিক গাইবান্ধার মুখ এর সম্পাদক রাহুল ইসলাম রুবেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনেকে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন জেলা পরিষদ মসজিদের খতিব হাসান মিয়া।
বিডি গাইবান্ধা/