জাতীয় গাইবান্ধায় জাতীয় বীমা দিবস পালিত: র্যালি ও হ্যান্ডবিল বিতরণ বীমা দিবস উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও বীমা কোম্পানির হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে।
” আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ” এই প্রতিপাদ্য বিষয়কে লক্ষ্য রেখে বুধবার শহরের শনিমন্দির রোডস্থ “এলআইসি বাংলাদেশ লিমিটেড ” এর অফিস থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ও রাস্তায় চলাচলকারী মানুষের মাঝে এলআইসির পলিসির সম্পর্কিত তথ্যের হ্যান্ডবিল বিতরণ করা হয়। র্যালি প্রদক্ষিন শেষ করে অফিস চত্বরে যেয়ে শেষ হয়।
এ সময় – এলআইসি বাংলাদেশ লিমিটেড” এর ব্রাঞ্চ ম্যানেজার রমানাথ বর্মন, ইউনিট ম্যানেজার সাহাফুল আলম পিটার, এফ এ সঞ্জয় সাহা সহ অনেকে উপস্থিত ছিলেন।
“এলআইসি বাংলাদেশ লিমিটেড” এর ব্রাঞ্চ ম্যানেজার রমানাথ বর্মন বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমায় কাজ করেছিলেন। তারই উত্তরসূরী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা দিবসকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন। চতুর্থবারের মতো সারাদেশের ন্যায় গাইবান্ধায় পালিত হলো বীমা দিবস। এতে করে মানুষ সচেতন হবে ও আগামীতেও বীমার উন্নতি হবে। সারাবিশ্বের গন্ডি পেরিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক বীমা কম্পানি এলআইসি প্রবেশ করেছে। বাংলাদেশে বীমার যে অবক্ষয় ও ধ্বস নেমেছিল এবং বীমার প্রতি মানুষের যে অনীহা তা উত্তরনের জন্য এলআইসি বাংলাদেশে আসায় মানুষ বীমাতে আকৃষ্ঠ হচ্ছে ও পলিসি খুলেছে। এলআইসি বাংলাদেশে এগিয়ে চলছে এবং আগামীতেও ভাল করবে এ প্রত্যাশা রইল। যুব সমাজের বেকারত্ব ঘোচাতে ও আত্বসামাজিক পরিবর্তন করছে এলআইসি। সারাদেশে এলআইসির গ্রাহক সংখ্যা প্রায় ৪০ কোটি।
উল্লেখ্য, জাতীয় বীমা দিবসে এলআইসি ছাড়াও গাইবান্ধার জীবন বীমা কর্পোরেশন, ডেল্টা লাইফ ইন্সুরেন্স সহ বিভিন্ন ইন্সুরেন্স শহর প্রদক্ষিন করে।
বিডি গাইবান্ধা/