গাইবান্ধায় সদ্য পুলিশ কনস্টেবল নিয়োগে চাকরি পাইয়ে দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন দুজন চাকরি প্রত্যাশীর কাছ থেকে নিয়েছেন ৮ লক্ষ টাকা, প্রতারণার অভিযোগে চার যুবককে আটক করেছে (গোয়েন্দা সংস্থা)গাইবান্ধা ডিবি পুলিশ । এরমধ্যে মূলহোতা ব্যক্তি সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের ঈমান আলীর ছেলে বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল(৩৫)। প্রতারক চক্রের একজন পলাতক রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ.
সোমবার গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি টিম তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করতে সক্ষম হয়।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মোখলেসুর রহমান।
আটককৃতরা, হলেন- সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০),দক্ষিন সাহাবাজ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে গোলাম রাব্বানী(৩৮),উত্তর সাহাবাজ গ্রামের মৃত আলাবক্স মন্ডলের ছেলে শাহআলম(৩৬),উত্তর সাহাবাজ গ্রামের মৃত শামছুল হকের ছেলে সাজেদুল ইসলাম(৩৫) ডিবির জালে আটক হন।
ওসি বলেন, জাকারিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে পুলিশ কনস্টেবল পদে তার ছেলের চাকরি দেয়ার নাম করে ৫ লাখ টাকা ও আরেক জনের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।
তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় ৫ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করলে
ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাইবান্ধা সদর এলাকা থেকে এই প্রতারক চক্রকে আটক করে।
পরে ভুক্তভোগী সুন্দরগঞ্জ থানায় মামলা করে। ।
এদিকে, প্রতারক দলের মূলহোতা আব্দুল্লাহ আল মেহেদী রাসেলকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান গাইবান্ধা ডিবি পুলিশ।