তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইজিবাইক চালক রাজু হত্যার সাথে সরাসরি জড়িত আসামী ফ্যাকা চন্দ্র বর্মনকে গত ২৬ ফেব্রুয়ারী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যমতে গাইবান্ধার পলাশবাড়ির উপজেলার হাসবাড়ী এলাকা থেকে হত্যার স্বীকার রাজুর ইজিবাইকটি উদ্ধার করে। এছাড়া হত্যায় ব্যবহৃত একটি ছুরি ও মোবাইল উদ্ধার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর থানায় এক সংবাদ সম্মেলন করে আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মাসুদুর রহমান। গ্রেফতারকৃত ফ্যাকা চন্দ্র বর্মণ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার পশ্চিম ভাঙ্গামোড় মন্দুয়ারপাড়া গ্রামের মৃত ভবেশ চন্দ্রের ছেলে। এরআগে গত ১৮ ফেব্রুয়ারী শনিবার সকালে সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের উজিরধরনি গ্রামের রেল লাইনের পাশ থেকে গলাকাটা অবস্থায় ইজিবাইক চালক রাজুর লাশ উদ্ধার করে পুলিশ। ইজিবাইক চালক রাজু সাদুল্লাপুর উপজেলার উত্তর ভাংগামোর চান্দের বাজারের ভোন্দু শেখের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে রাজুকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে ফ্যাকা চন্দ্র ও তার সহযোগীরা এটা প্রমানিত হয়েছে। এছাড়াও রাজু হত্যার বিষয়ে অন্য কোন রহস্য লুকিয়ে আছে কিনা সে বিষয়টি থতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানান সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান।