২৭ ফেব্রুয়ারী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে রবিবার সকালে শহরের জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন মহিলা আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি লুদমীলা পারভীন ছন্দা, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পারুল। যুগ্ন সাধারণ সম্পাদক শিরিন আরা শেফা, সাংগঠনিক সম্পাদক রওশন আরা মুক্তি, পৌরশাখার সভাপতি আরজুমান আরা চৌধুরী ঝুমুর সহ অনেকে।
পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব আলম কোট, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, মহিলা আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি লুদমীলা পারভীন ছন্দা, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পারুল, যুগ্ন সাধারণ সম্পাদক শিরিন আরা শেফা, সাংগঠনিক সম্পাদক রওশন আরা মুক্তি, পৌর শাখার সভাপতি আরজুমান আরা চৌধুরী ঝুমুর সহ আরও অনেকে।
“গাইবান্ধা মহিলা আওয়ামীলীগ সভাপতি লুদমীলা পারভীন ছন্দা” বলেন- মহিলা আওয়ামীলীগে আসায় আমরা রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছি। আমরা নারীরা রাজনীতির মাঠে আছি, রাজপথে আছি। শেখ হাসিনাকে শক্তিশালী করতে আমরা শেষ পর্যন্ত রাজপথে এগিয়ে যাব।
” গাইবান্ধা জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব আলম কোট বলেন- দেশের উন্নয়নের স্বার্থে স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে দেশের উন্নয়নের জন্য নারীদেরকে কাজ করতে হবে। তাদেরকে সচেতন করতে রাজনীতিতে সমৃদ্ধ করার জন্য এই দিনে মহিলা আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নের্তৃত্বে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ প্রতিষ্ঠিত করা হয়।
তিনি আরও বলেন- আওয়ামীলীগ মানেই প্রতিষ্ঠিত। জেলা আওয়ামীলীগ এর পাশাপাশি মহিলা আওয়ামীলীগ বিভিন্ন মিছিল, মিটিংয়ে অংশ্রগ্রহন করছে। আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করতে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর নের্তৃত্বে যাতে আওয়ামীলীগ পুনরায় ক্ষমতায় আসতে পারে সে জন্য দলমত নির্বিশেষে সকলকে কাজ করতে হবে।
বিডি গাইবান্ধা/