গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিটিসি মোড়ে ২৪ কেজি গাজা সহ ৩ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। এ বিষয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা।
তিনি বলেন- গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন ও আমার নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)মোঃ আঃ মান্নান এর নেতৃত্বে পলাশবাড়ী পৌরসভাস্থ ১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি মোড়ের অনুমান ২০০ গজ দক্ষিনে জনৈক তপন কুমার রায়ের বসত বাড়ীর পশ্চিমে রংপুর হইতে বগুড়াগামী মহাসড়কের উপর চেকিং ডিউটি করাকালে ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ সকাল আনুমানিক ১১ টা ৪৫ মিনিটে রংপুর টু বগুড়া গামী যাত্রীবাহী সফর সঙ্গী বাস, যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৭০১০ গাড়ীটি থামিয়ে চেকিং করা হচ্ছিল। এসময় কুড়িগ্রাম এর নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা (মিস্ত্রীটারী) এলাকার দুলাল হোসেন ও মোছাঃ সালেহা বেগম এর পুত্র ধৃত আসামী ১। মোঃ জসিম আলী(২২), একই এলাকার আলাউদ্দিন মিয়া’র মিয়া ও মোছাঃ আকলিমা বেগম এর পুত্র ২। মোঃ আতিকুর রহমান(২৫), এবং দিনাজপুর এর ফুলবাড়ী উপজেলার মজিবর রহমান ও মৃত জামিলা বেগম এর পুত্র ৩। মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাকির(২০) এর নিকট হতে তিনটি ডিসের তারের ক্যাবল প্যাঁচানো কয়েলের সহিত মোড়ানো অবস্থায় সর্বমোট ২৪(চব্বিশ)কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার করে মামলা দেয়া হয়েছে। পলাশবাড়ী থানার মামলা নং-২৮, তারিখ- ২৬/ ০২/ ২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু করা হইয়াছে।
বিডি গাইবান্ধা/