সরকার যেখানে মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক। সেখানে মুক্তিযোদ্ধার নালিশী জমিতে ভূমিদস্যু বাবল গং কর্তৃক অবৈধভাবে ঘর উত্তোলন ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের পশ্চিম দুলাল মন্ডল পাড়া গ্রামে। আদালতের ১৪৫ ধারা উপেক্ষা করে দলবদ্ধ হয়ে নালিশী জমিতে ঘর উত্তোলন করেছে প্রতিপক্ষ বাবল গংরা।
জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের পশ্চিম দুলাল গ্রামের মৃত একরাম আলী মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডল এবং একই গ্রামের মৃত নবির উদ্দিন মন্ডলের পুত্র বাবল গংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও তা সম্ভব হয়ে ওঠেনি। পরে গত ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, আদালত গাইবান্ধা মিস মামলা নং ১৭০/২০২৩ ( সুন্দরগঞ্জ) দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডল।
যাহার ধারা ১৪৫ ফৌ: কা: বি: এবং স্মারক নং- ৩৯৬(২)/২৩। বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক নালিশী জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা থাকলেও বাবল গংরা তা উপেক্ষা করে ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে ঘর উত্তোলন করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ঘর উত্তোলনকালে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মশিউর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম এবং আইনি পরামর্শ দিয়ে আসছি।
বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডল বলেন, আমি চাই প্রশাসন সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুক। প্রতিপক্ষের হিংস্র মনোভাবে আমি ভীত ও শক্ঙিত রয়েছি।
বিডি গাইবান্ধা/