বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে পথযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপি’র আয়োজনে ২৫ ফেব্রুয়ারী/২৩ ইং শনিবার দুপুর ১২ টায় জেলা বিএনপি’র পথযাত্রা জেলা কার্য্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এর সভাপতিত্বে ও গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুন্নবী টিটুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
উক্ত পথযাত্রায় বিএনপির গাইবান্ধা জেলা শাখার ও অংগসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও গাইবান্ধা জেলার সকল উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী ও অংগসহযোগী সংগঠন এর সকল নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।