জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় সুনিশ্চিত এবং দলকে সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের চির বন্ধন অটুট রাখতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বড় জামালপুর চৌধুরী বাজার সংলগ্ন বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ফকিরের সভাপতিত্বে এবং জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাসের লাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল সরকার। প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল্যাহেল কবির ফারুক। আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন নান্নু, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, ফরিদ পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর আজম নিরব, বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান,জামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির সরকার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রশিদ আকন্দ সহ অন্যান্য ওয়ার্ডের নেতৃবৃন্দ।
আগামীতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সৎ যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বে নির্ভরযোগ্য কমিটি গঠনের মাধ্যমে আরো শক্তিশালী দল গঠনের প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা নেতৃবৃন্দ।