শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমোনাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে
তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্ব গতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তকে ডারউইনের মতবাদ সংযুক্ত করার প্রতিবাদে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী (শুক্রবার) জুমুআর নামাজ শেষে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের নিয়ে শান্তিপূর্ণ একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে এসে আলোচনা সভা করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি হযরত মাও: মো: মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হযরত মাও: শাহাদাৎ হোসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহারুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি ক্বারী মো: নূরুল ইসলাম প্রমূখ।
আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,
বানর থেকে মানুষ নয়, মানুষ থেকেই মানুষ হয়। পাঠ্যপুস্তকে ডারউইনের মতবাদ ঢুকিয়ে একটা সভ্য জাতিকে বানরে পরিনত করার পায়তারা চালাচ্ছে একটি কুচক্রী মহল।
যারা বিশ্বাস করে যে, মানুষ বানর থেকে জন্ম নিয়েছে তাদেরকে বান্দরবনে পাঠানো হোক। তাদের আবাস মানুষ সমাজে নয়, তাদের আবাস বনে জঙ্গলে হওয়া উচিৎ।
বক্তারা আরো বলেন বর্তমানে দ্রব্যমূল্য হু-হু করে বাড়ছে। এ কারণে নিত্যপ্রয়োজনীয় পন্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
অনতি বিলম্বে দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবী জানান তারা।