‘স্মার্ট বাংলাদেশ এর অগ্রযাত্রায় সুবিধা বঞ্চিত শিশুদের সক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ বাজেট বরাদ্দ করণ; স্মার্ট বাংলাদেশে, এগিয়ে চলি একসাথে’ প্রতিপাদ্যের আলোকে শুরু হয়েছে ২২তম বিশেষ চাইল্ড পার্লামেন্ট এর প্রস্তুতিমূলক কর্মশালা।
২৩ ফেব্রুয়ারি, (বৃহস্পতিবার) ঢাকার মোহাম্মদপুরে উদয়ন স্বাবলম্বী সংস্থার মিলনায়তনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওয়াই-মুভস প্রকল্পের মাধ্যমে এবং অপরাজেয়-বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইয়েস-বাংলাদেশ এর আয়োজনে ১৬ টি বিশেষ অঞ্চল থেকে আগত ৫০ জন শিশুর অংশগ্রহণে ০৪ দিনের এই প্রস্তুতিমূলক কর্মশালা শুরু হয়।
জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর এ্যাডভোকেসি উইং চাইল্ড পার্লামেন্টের স্পীকার প্রোপা মজুমদার এর সভাপতিত্বে জাতীয় সংগীতের মাধ্যমে উক্ত প্রস্তুতিমূলক অধিবেশন শুরু হয়।
চারদিনব্যাপী প্রস্তুতিমূলক অধিবেশন শেষে ২৬ ফেব্রুয়ারি ঢাকার মহাখালী ব্রাক ইন সেন্টারে চাইল্ড পার্লামেন্টের মূল অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
উল্লেখ্য এনসিটিএফ এর এ্যাডভোকেসি উইং চাইল্ড পার্লামেন্টের এ পর্যন্ত ২১ টি অধিবেশন সম্পন্ন হয়েছে। এসব অধিবেশনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থেকে শিশুদের সমস্যা ও সুপারিশমালার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
এছাড়াও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) সারাদেশে শিশু অধিকার বাস্তবায়নে একযোগে কাজ করে যাচ্ছে।