সরকারি দলের নির্বাচন ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় মশাল মিছিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশের ন্যায় ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টায় গাইবান্ধায় বিশাল “মশাল মিছিল” অনুষ্ঠিত হবে। মশাল মিছিল” গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করবে। এতে একাত্বতা প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পুজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ এর সকল নেতা-কর্মী ও সনাতন ধর্মাবলম্বীদের সবান্ধবে সময়মত উপস্থিত হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল সাহা ও যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব অভিজিৎ দাস অভি।