গাইবান্ধা ব্রীজরোড পাথারি কালীবাড়ি মন্দিরে অনুষ্ঠিতব্য ৪০ প্রহরব্যাপী তারকব্রহ্ম শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা রস কীর্তন এর ৫ম দিন বুধবার রাতে পরিদর্শন করলেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান ও পুলিশ সুপার কামাল হোসেন।
গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান বলেন- আমার জন্ম হিন্দু অধ্যুষিত পরিবারে। আমি চাই হিন্দু বৌদ্ধ খৃষ্টান সবাই মিলে সাবলীল ভাবে এই অনুষ্ঠানটি উদযাপন করুন। প্রধানমন্ত্রীর স্বপ্নে গড়া সোনার বাংলাদেশ বির্ণিমানে সবাই মিলে এক সাথে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব এটাই আমার প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, ব্রীজরোড পাথারি কালীবাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির এর সভাপতি গোবিন্দ লাল দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিত বকসী সূর্য, পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, ব্রীজরোড পাথারী কালিবাড়ী মন্দির এর মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা রস কীর্তন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাবলু চন্দ্র দাশ ও সদস্য রবীন দাশ, গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা সহ অনেকে।
বিডি গাইবান্ধা/