বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সহযোগী সংগঠন “বাংলাদেশ যুব ঐক্য পরিষদ” গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব অভিজিৎ দাস অভির জন্মদিন পালিত হয়েছে।
২২ শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় শহরের মধ্যপাড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল সাহার অফিসে কেক কেটে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ” গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব অভিজিৎ দাস অভির জন্মদিন পালন করা হয়। জন্মদিনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ এর নেতাকর্মীরা অভি’কে ফুলের তোড়া ও গিফট দিয়ে শুভেচ্ছা জানান।
কেক কাটা শেষে উপস্থিত ব্যক্তিদেরকে কেক ও মিষ্টি ও চা আপ্যায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক চঞ্চল সাহা ও তার সহধর্মিণী লক্ষী সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এর আহবায়ক সুমন চক্রবর্তী, যুগ্ন আহবায়ক সঞ্জয় সাহা, রাজন সাহা, বিশাল সরকার, ঐশ্বর্য সাহা, সদস্য সচিব অভিজিৎ দাস এর স্ত্রী রাত্রি দাস, সদর উপজেলার সাধারণ সম্পাদক দীপ মুন্সি, ছাত্র ঐক্য পরিষদ এর জেলা আহবায়ক মানিক বর্মন, গাইবান্ধা সরকারি কলেজ শাখার আহবায়ক গোবিন্দ চন্দ্র সহ অনেকে।
উল্লেখ্য, সকল নেতা-কর্মীরা অভির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।