গাইবান্ধার সাদুল্লাপুরে ২০২৩ হতে ২০২৬ ইং পর্যন্ত জোনার ফাউন্ডেশনের ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
একমিটিতে এ.জে আশিকুর রহমান শাওনকে সভাপতি ও মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়। গতকাল ২২ ফেব্রুয়ারী জোনার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সদস্যগণের অনলাইন সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান শাওনকে সভাপতি ও মাহবুবর রহমান মানিককে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন, সিনিয়র সহ সভাপতি – মো. মোস্তাফিজার ছাদী,সহ-সভাপতি -এস কে রঞ্জন দোলন প্রামাণিক ,সহ-সভাপতি – মো.আতিকুর রহমান আতিক,সহ-সভাপতি – মো.কামাল হোসেন,সহ-সভাপতি -আব্দুল্লাহ – আল – মামুন,সহ-সভাপতি – তুষার কুমার সরকার,সহ – সভাপতি – আহসান হাবীব,কো – চেয়ারম্যান মো.তাওহীদ উল ইসলাম তুষার ,যুগ্ম-সাধারণ সম্পাদক – হাসান জোবাইর ওমর হিমেল,যুগ্ম-সাধারণ সম্পাদক -মো.কাওছার ইসলাম সীমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক – মো. তৌফিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক – মো. রুবেল হাসান বিজয়, অর্থ বিষয়ক সম্পাদক – মো.মমিনুল ইসলাম,সহ – অর্থ বিষয়ক সম্পাদক – সৈয়দ মিরাজুল ইসলাম শিহাব ,সাংগঠনিক সম্পাদক – ডি এস কামরুল হাসান ,সাংগঠনিক সম্পাদক – মো. ফরিদ মন্ডল,সাংগঠনিক সম্পাদক – মো. সৈকত হাসান,সাংগঠনিক সম্পাদক – মোহাম্মদ আলী রোমেল ,সাংগঠনিক সম্পাদক – মো.মুরাদ মন্ডল,প্রচার ও প্রকাশনা সম্পাদক – মো. সজিব সরকার,মহিলা বিষয় সম্পাদক – আনিশা রহমান,মহিলা বিষয় সম্পাদক – খন্দকার রিমি,আইন বিষয়ক সম্পাদক – কানিজ আক্তার,শিক্ষা বিষয়ক সম্পাদক – মো.আতাউর রহমান আশিক,শিক্ষা বিষয়ক সম্পাদক – মো. আরিফ মিয়া,শিক্ষা বিষয়ক সম্পাদক -মো.জুয়েল মিয়া,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক – আরিফুল ইসলাম আরিফ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক – মো. সোহাগ মন্ডল,গ্রন্থাগার বিষয়ক সম্পাদক – এইচএম হাসানুর রহমান অভি,গ্রন্থাগার বিষয়ক সম্পাদক – মো. রাজিব মিয়া,গ্রন্থাগার বিষয়ক সম্পাদক – মো.হাদীউল ইসলাম,কার্যনির্বাহী সদস্য – মো. মিথুন হাসান রকি,কার্যনির্বাহী সদস্য – মো. ফজলে রাব্বী,কার্যনির্বাহী সদস্য- নির্জন আহম্মেদ মুহিত,কার্যনির্বাহী সদস্য – মো.লিটন মিয়া।
জোনার ফাউন্ডেশনের নব নির্বাচিত সভাপতি আশিকুর রহমান বলেন,আত্ম বিশ্বাস একদিন বড় প্রাণ, এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে
২০১৪ সালে জুলাই মাসে কর্ম এলাকার আর্থ – সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়ন , আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য সম্পূর্ণ অরাজনৈতিক , অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে আত্ম প্রকাশ করে জোনার ফাউন্ডেশন।