২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শহীদদের স্মরনে গাইবান্ধা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।
গাইবান্ধা সরকারি কলেজ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শহীদদের স্মরনে গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন- অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো: খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন – কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. সবুর উদ্দিন, সহযোগী অধ্যাপক আব্দুর রশিদ, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সামিউল ইসলাম, প্রভাষক ওয়াসিম মিয়া, শিক্ষার্থীদের মধ্যে ইমরান মাসুদ, শহিদুল ইসলাম, জিসান, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদৌসি জেমি, ওবাইদুল ইসলাম সহ অনেকে।
বাংলাদেশ প্রগ্রতি লেখক সংঘ: বাংলাদেশ প্রগ্রতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন- সংগঠন এর সভাপতি দেবাশীষ দাস দেবু, সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, কর্মকর্তা আব্দুর রউফ, গাইবান্ধা রিপোটার্স ইউনিটির জেলা সভাপতি রেজাউন্নবী রাজু, সংগঠক শিরিন আক্তার, কবি সোহেল রানা সহ অনেকে। শেষে পৌরপার্কে একুশের অনুষ্ঠান ডালে ডালে লাল অহন অনুষ্ঠিত হয়। এসময় সংঘের শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শহীদদের স্মরনে গাইবান্ধা অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন সংগঠন এর পরিচালক দেবাশীষ দাস দেবু ও শিক্ষার্থীরা।
প্রথম আলো বন্ধু সভা: প্রথম আলো বন্ধু সভা গাইবান্ধার পক্ষ থেকে সকল ভাষা শহীদদের স্মরনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান- প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা খলিলুর রহমান, সভাপতি ইমরান মাসুদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক জিসান, কার্যকারী সদস্য জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদৌসি জেমি, সাবেক সহ সভাপতি ওবাইদুল ইসলাম।
বিডি গাইবান্ধা/