গাইবান্ধায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এর স্বাস্থ্য অধিদপ্তর এর জাতীয় পুষ্টিসেবা’র বাস্তবায়নে ও গাইবান্ধা পৌরসভার আয়োজনে ২০ ফেব্রুয়ারী পৌরসভা কার্যালয়ে ৬ মাস থেকে ১১মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের এমও সি এস ডা. সোহেল মাহমুদ ও গাইবান্ধা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শহীদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: শারমিন নাজ পিয়া, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট আব্দুল হালিম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম সহ অনেকে।
উল্লেখ্য, ক্যাম্পেইনে গাইবান্ধা পৌরসভার অধিনে ৫৮ টি কেন্দ্রে মোট ১০ হাজার ৪শ ৯০ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ মাস থেকে ১১মাস বয়সী ১হাজার ২শ ২৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ৯হাজার ২শ ৬৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল। ১২ জন সুপারভাইজার এর নের্তৃত্বে ১শ ১৬ জন স্বেচ্ছাসেবী কাজ করেন।
বিডি গাইবান্ধা/