গাইবান্ধা ব্রীজরোড পাথারী কালিবাড়ীর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে দেশমাতৃকার, বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় ” ৪০ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন” ( ২৪ তম অধিবেশন) অনুষ্ঠিত হচ্ছে।
শ্রী রাধা গোবিন্দ মন্দিরের হরিবাসর ভক্তবৃন্দ’র আয়োজনে ১৭ই ফেব্রুয়ারী শুক্রবার রাতে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন এর মধ্য দিয়ে শুভ অধিবাস কীর্তন শুরু হয়। এতে অংশ নেয় গাইবান্ধা সদর ৩ গাছ তলার নিতাই গৌড় আঙ্গিনার ভক্তবৃন্দ।
১৮ই ফেব্রুয়ারী শনিবার শুরু হয়ে ২১শে ফেব্রুয়ারী বুধবার অবধি ৫ দিনব্যাপী চলবে মহানাম যজ্ঞানুষ্ঠান। নাম সুধা পরিবেশনায় রয়েছে ঠাকুরগাঁও জয় ধ্বনী সম্প্রদায়, নীলফামারীর লক্ষী নারায়ন সম্প্রদায়, কুড়িগ্রাম এর জগন্নাথ কৃপা সম্প্রদায়, জলঢাকার নব নিত্যানন্দ সম্প্রদায়,রংপুর পীরগঞ্জ এর যুগোল কিশোর সম্প্রদায়, জামালপুর জেলার ব্রজবাসী সম্প্রদায়।
লীলা কীর্তন পরিবেশনে রয়েছে নাকাইহাট চৈতন্যমঠ এর দামোদর গোস্বামী মহারাজ, কুড়িগ্রাম এর মঙ্গল কৃষ্ণ দাস, লালমনিরহাট তিস্তার মাধব রায় কৃষ্ণ দাস।
২৩শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার অষ্টকালীন লীলা কীর্তন এবং ২৪ ফেব্রুয়ারী শুক্রবার কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ মহোৎসব অন্তে মহাপ্রসাদ বিতরণ, দধি মঙ্গল ও মহন্ত বিদায় এর মধ্য দিয়ে শেষ হবে। অনুষ্ঠান পরিচালনায় রয়েছে অত্র মন্দির এর সভাপতি গোবিন্দ লাল দাস, সাধারণ সম্পাদক হাবলু চন্দ্র দাস,প্রচার সম্পাদক অনিল চন্দ্র দাস।
বিডি গাইবান্ধা/