সাওতালসহ বিভিন্ন জনগোষ্ঠির ভাষা সংস্কৃতি, সংরক্ষন ও বিকাশের দাবীতে গাইবান্ধায় শোভাযাত্রা ও সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতি সংঘের আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্র অনুমোদন করতে হবে, মাতৃভাষা ও সংস্কৃতির অধিকার আদিবাসীর মানবাধিকার ” লেখা সংবলিত লেখা যুক্ত ফেষ্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় আদিবাসীরা।
বেসরকারি সংগঠন অবলম্বন ও জন উদ্যোগ গাইবান্ধার আয়োজনে শনিবার সকালে শহরের ডিবি রোডস্থ গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা ( গানাসাস) চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুস্থলে গিয়ে শেষ হয়। পরে অবলম্বন ও জন উদ্যোগ এর সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষক অশোক সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন- গাইবান্ধার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহার-উল মান্নান, গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এ্যাড: সিরাজুল ইসলাম বাবু, সাহেবগঞ্জ বাগদা ফার্ম উদ্ধার সংগ্রামী পরিষদ এর সভাপতি ডা: ফিলিমোন বাসকে, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির কোষাধ্যক্ষ প্রিমিলা মুরমু, আদিবাসী বাঙ্গালি সংহতি পরিষদ সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, রবিদাস নেতা খিলন রবিদাস, শিক্ষার্থী উম্মে নিলুফা তিন্নি।
আলোচনা শেষে আদিবাসীরা নৃত্য পরিবেশেন করেন।
বক্তারা বলেন- আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে চলছি। আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের জীবনযাত্রায় যাতে ব্যাঘাত না ঘটে এবং নিরাপদে থাকতে পারে ইত্যাদি বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে এই শোভাযাত্রা ও সাংস্কৃতিক সমাবেশ।