গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগনের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত তিনদিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে অফিসার্স ক্লাব অডিটোরিয়াম হল রুমে ১৫ ফেব্রুয়ারী হতে ১৬ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৬ফেব্রুয়ারী প্রশিক্ষণ সম্পূর্ণ করে ২য় পর্বে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন জাতীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এনআইএলজি) ঢাকা প্রশিক্ষক গবেষণা কর্মকর্তা নুরুল ইসলাম ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম। এর আগে ১ম পর্বে গাইবান্ধা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মোঃ শরিফুল ইসলাম,
জাতীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এনআইএলজি) ঢাকা প্রশিক্ষক গবেষণা কর্মকর্তা নুরুল ইসলাম, সাদুল্লাপুর সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা প্রকৌশলী প্রশিক্ষক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মৌখিক প্রশ্নোত্তর পর্ব ও মূল্যয়ন পরীক্ষা নেওয়া হয়। এক প্রশ্নের জবাবে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াসিন বলেন- প্রশিক্ষণে অংশগ্রহণ করে অনেক অজানা তথ্য জানতে পারলাম। প্রশিক্ষণের মেয়াদ তিনদিন খুবই কম হয়েছে। অল্পসময়ে যাহা শিখলাম তা জনগণের উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ। এই প্রশিক্ষণের মেয়াদ ১৫ – ৩০ দিন করার জন্য দাবী জানান সকল প্রশিক্ষণার্থীবৃন্দ।