গাইবান্ধা জেলা ইজতেমার সকল কাজ শেষ আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হচ্ছে এ ইজতেমা। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় আগামীকাল ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত তিনদিন ব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ইজতেমার সকল কার্যক্রম শেষ হয়েছে। এ ইজতেমায় আসতে শুরু করেছেন মুসল্লিগণ।
জেলা ইজতেমা কে ঘিরে গাইবান্ধা জেলা ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগত মুসল্লিদের সার্বিক সহযোগীতা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে৷ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ মুসল্লি দের খাদ্যসহ বিভিন্ন ভাবে সহযোগীতা করছেন।
ইজতেমার শুরু আগে আজ বুধবার বিকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ,গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বাদু,পৌর মেয়র মুকিতুর রহমান রাফি,থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন সহ অন্যান্যরা। জেলা তাবলিক জামাতের এর সার্বিক তত্বাবধানে এ ইজতেমা কার্যক্রম আগামীকাল ফজরের নামাজের এর মধ্য দিয়ে শুরু হবে।