গাইবান্ধার স্থানীয় বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা এ,আর, জে, ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । গত মঙলবার (১৪ ফেব্রয়ারী) বিকেলে গাইবান্ধা শহরে অবস্থিত সাপ্তাহিক অবিরাম পত্রিকা অফিসে এ, আর,জে ফাউন্ডেশনের সভাপতি আল-আমীনের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক সরোজ-দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক অবিরাম পত্রিকা প্রকাশকও সম্পাদক হারুনর -রশীদ বাদল, বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি একেএম সালাউদ্দীন কাসেম,অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,কবি রফিক উদ্দিন আহমেদ( ডিজু), ইংরেজি নিউজ পেপার, দ্য ডেইলি পোস্ট জেলা প্রতিনিধি, মোঃ মনিরুজ্জামান খান, সাংবাদিক মাজহারুল ইসলাম (বিপ্লব) এসময় উপস্থিত ছিলেন এ, আর, জে, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রায়হান আকন্দ, উপদেষ্টা মাছুম মিয়া, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আকন্দ, প্রচার সম্পাদক সোহান খন্দকারসহ অন্যরা।