গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ উদযাপন করা হয়েছে। দিনব্যাপি এ অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন – গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন- -প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহায়ক শিক্ষা হিসেবে বিভিন্ন দিবস উদযাপন শিক্ষার্থীদের মানুষিক বিকাশে সহায়তা করে। শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উচ্ছ্বাস প্রকাশ করে।
সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: সবুর উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মো: মাসুদুর রহমান, বিভাগের সহকারী অধ্যাপক জনাব এবিএম জিল্লুর রহমান, প্রভাষক মো: ইফতেখারুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন দর্শন বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান।