ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবস পালনে গাইবান্ধায় ফুলের দোকানে ভীড় করছে স্বামী,স্ত্রী, প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবী সহ বিভিন্ন বয়সী ফুল প্রেমিরা। ফুল ব্যাবসায়ীরাও ক্রেতাদেরকে আকৃষ্ট করতে গোলাপ, গ্লাডিউলাস, রজনী গন্ধা, জিপসি সহ বিভিন্ন ফুলের পসরা সাজিয়ে বসেছেন। শহর জুড়েই যেন উৎসবের ঘনঘটা আর এই দুই উৎসবেরই কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গাইবান্ধা শহরের ডিবি রোডের ‘ফুলের দোকানগুলো।
হাজার বছর ধরে ভালোবাসা আর পবিত্রতার প্রতীক হিসেবেই যার পরিচিতি ফুল। তাই বছরের আনন্দ উৎসবগুলো সামনে রেখে ফুল বিক্রির প্রতীক্ষায় থাকে ফুল ব্যবসায়ীরা।
শহরের ফুল বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, এই বিশেষ দিন পালনের লক্ষ্যে আগেভাগেই প্রস্তুতি নিয়েছিলেন তারা। কেবল বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুল বিক্রি করে অর্জিত হবে তাদের কাঙ্ক্ষিত অর্থ ও লক্ষ্য।
এদিকে ফুলের দোকানগুলোতে এখন শোভা ছড়াচ্ছে আমদানি করা ফুল। এসব ফুল দিয়ে চলছে বিভিন্ন ধরনের মালা গাঁথা, ফ্লাওয়ার রিং তৈরির কাজ। তবে গত বছরের চেয়ে এবার ফুলের দাম বেশি বলছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। তাই বাড়তি দামে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটলেও বছরের বিশেষ এই দিনে কিছুটা নারাজ হচ্ছেন ক্রেতারা।
প্রতিটি ফুলের দোকানের সামনেই রয়েছে ক্রেতাদের ভিড়। স্বামী স্ত্রী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরা দরদাম করে নিজ নিজ পছন্দের ফুল কিনে নিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ নিজ মাথার মাপ মতো বাহারি ফুল দিয়ে তৈরি করা ‘ফ্লাওয়ার রিং’ পড়ে সেলফি তুলছেন পরিবার সহ।
” গাইবান্ধা শহরের মনিষা ফুল ঘরে তুলশীঘাট থেকে ফুল কিনতে আসা গাইবান্ধা সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষ শিক্ষার্থী ও প্রথম আলো বন্ধু সভার যুগ্ন সাধারন সম্পাদক উম্মে হাবিবা কনা ” ” বিডি গাইবান্ধা ডট নিউজ ” প্রতিবেদককে বলেন- ভালোবাসা শুধু এক দিনের জন্য না। প্রতিটি দিনের জন্য। এটা একটা বিশেষ দিন। শুধু এই দিনে আমরা ভালবাসা প্রকাশ করে থাকি। এই দিনটিতে আমরা আমাদের পরিবারের সদস্য ও প্রিয়জনদেরকে ফুল প্রদানের মাধ্যমে ভালবাসা মনের ভাব প্রকাশ করি।ভালবাসা দিবসকে কেন্দ্র করে প্রথম আলো বন্ধু সভার পক্ষ থেকে আমরা সদস্যরা বিভিন্ন বয়সী বিভিন্ন প্রকার মানুষদেরকে ফুল প্রদান করেছি। তারা যেন এই ফুলটি তাদের পরিবারের লোককে মনের ভাব প্রকাশ করে। তবে সুখ ও স্মৃতি তৈরি হবে। গতবারের চেয়ে এবার ফুলের দাম বেশি। তারপরও প্রিয়জনদের উপহার দিতে ফুল কিনতেই হবে।
” গাইবান্ধা সদর এর কিশামত ফলিয়া থেকে ফুল কিনতে আসা দম্পতি মিম আহমেদ ও আমেনা খাতুন” বিডি গাইবান্ধা ডট নিউজ ” প্রতিবেদক কে বলেন- ভালোবাসা মুহূর্তটা স্মরণীয় করে রাখতে এই বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটি স্বামী স্ত্রী উভয় উভয়কে ভালবাসা প্রকাশ করে থাকে।
আসাদুজ্জামান মার্কেট এর মনিষা ফুল ঘর এন্ড স্টুডিও” ব্যবসায়ী শ্যামল মোদক” বিডি গাইবান্ধা ডট নিউজ ” প্রতিবেদককে বলেন, বসন্ত জুড়েই তাদের ব্যবসার মৌসুম। পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ব্যবসা জমজমাট থাকে। তবে এবার ফুলের দাম একটু বেশি। গোলাপ প্রতি পিচ ৪০ থেকে ৫০ টাকা, গ্লাডিউলাস ৩০ টাকা, রজনী প্রতি পিচ ২৫ টাকা, জারবালা ৩০ টাকা, মাথার ফুলের ব্যান্ড ২শ থেকে ১৫০ টাকা। তাই এখন ঠিক বলা যাবে না কেমন বেচাকেনা হবে।
সিটি ফুল ঘর ব্যাবসায়ী আলামিন শেখ”
বিডি গাইবান্ধা ডট নিউজ ” প্রতিবেদককে
বলেন, গতবারের চেয়ে ব্যাবসা এবার মন্দা। ৭শ পিচ গোলাপ কিনেছে ফুল চাষীদের কাছ থেকে, কেবল মাত্র আনুমানিক ৩ থেকে ৪শ ফুল বিক্রি হয়েছে। আমদানি ও পরিবহন খরচ বেশি পড়ায় ফুলের দাম বেশি।