বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাদুল্লাপুর উপজেলার ৪ নং জামালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাখার সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর ইউনিয়ন শাখার আয়োজনে রবিবার বিকালে আরাজী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৪ নং জামালপুর ইউনিয়ন শাখার আহবায়ক সৈয়দ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। আরো উপস্থি ছিলেন – সাদুল্লাপুর উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল, জামালপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির সরকার, যুবলীগের যুগ্ম আহবায়ক মুকুল মিয়া, ছাত্রলীগ নেতা আতিকুর সরদার আতিক, সাবেক সাধারণ সম্পাদক একেএম সেলিম সরকার প্রমুখ। আলোচনা শেষে জাহিদুল ইসলাম ৯নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ সজিব সরকার,সহসভাপতি গোলাম হাফিজ, সাধারণ সম্পাদক ফরহাদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক (১) এনারুল সরকার ও (২) রবিউল ইসলামের নাম ঘোষণা করেন এবং নতুন কমিটিকে বরণ করে নেন উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।