সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার শুভ জন্মদিন পলাশবাড়ীতে স্বাধীনতা দিবসে পুরস্কার বিতরণ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন  ফুলছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন সাদুল্লাপুরে মহান ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। স্বাধীনতার ৫২ বছরেও মেলেনি বীর মুক্তিযোদ্ধার সরকারি ঘর সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী ইউনিয়নে মৃত্যু শিশু উদ্ধার,অতঃপর থানায় প্রেরণ আসমানী ফাউন্ডেশন স্বীকৃতি পেল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ পার্টনার অর্গানাইজার হিসাবে  বাংলাদেশ তাতীলীগ এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী: গাইবান্ধায় আলোচনা সভা গোবিন্দগঞ্জে সাপ্তাহিক কাটাখালী পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

গাইবান্ধার সুন্দরগঞ্জে শত্রুতার জেরে রোপন কৃত ধান বিনষ্ট এবং বৈদ্যুতিক সেচ পাম্প ভাংচুর

সঞ্জয় সাহা, গাইবান্ধা
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ সীচা গ্রামে আ: খালেকগং কর্তৃক আ: জলিলের প্রায় ৩ বিঘা জমিতে রোপন কৃত ধানের চারা বিনষ্ট করা এবং বৈদ্যুতিক সেচ পাম্প ঘর ভাংচুর সহ মটর লোপাটের ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আ: জলিল গং ও আ: খালেক গংদের মাঝে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
অভিযোগে প্রকাশ, নালিশী জমি দুলাল মৌজার জেএল নং-৭৮,আরএস খতিয়ান নং-৩৯২,দাগনং-৬৫২৭ জমি ২৬ শতাংশ। সীচা মৌজার জেএল নং-৭৭,ডিপি খতিয়ান নং-১৩১৭,দাগ নং-২৭৫০ জমি ২৫ শতক ও ২৭৫১ দাগে ২৪ শতক মোট জমি ৭৫ শতক উক্ত জমি আ: জলিলগং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে গত ফেব্রুয়ারী ২৩ ইং তারিখ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টায় আ: খালেক গং নালিশী জমিতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটে জনবল সহ আ: জলিলের রোপনকৃত ধানের চারা নষ্ট করে। সেই সাথে আ: জলিলের বৈধ সেচ পাম্প ঘর ভাংচুর করে এবং মটর এবং বৈদ্যুতিক মালামাল লোপাট করে নিয়ে যায়। বাসায় জনবল না থাকায় ভীতসন্ত্রস্ত হয়ে খালেক গংদের সন্ত্রাসী কায়দায় বাধা দিতে পারি নাই বলেন আ: জলিল।
স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন জানান, জমি নিয়ে বিরোধ থাকতে পারে, এর সমাধানও হবে। তবে সেচ পাম্প ভাংচুর করে অন্যদের চাষাবাদ হুমকির মুখে ফেলে দেওয়ার দরকার ছিল না। এই সেচে আমার প্রায় ২ বিঘা জমি আছে। পানি না পেলে কিভাবে আবাদ করবো এমন বক্তব্যে যেন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে তার।
প্রতিবেশী সালমা বেগম বলেন, এখানে আ: খালেকদের কোন জমি নাই। এই মটর দিয়ে আমার ১৭ শতক জমিতে পানি দেই। আমার চাষাবাদ কেমনে হবে।
রোপন কৃত ধানের চারা নষ্টের বিষয়ে আ: খালেকের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
সচেতনমহল বলছেন, পারিবারিক কোন্দল যাতে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তবে পুলিশ প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে ভুক্তভোগী তার সঠিক বিচার পাবে।

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102